শেখ হাসিনার জন্মদিনে ছাত্রলীগের অানন্দ মিছিল

jonmodin3

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭০ তম জন্মদিন উপলক্ষে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগ। বৃহস্পতিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অপরাজেয় বাংলায় কেন্দ্রীয় ছাত্রলীগ আয়োজিত আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আনন্দ মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

সমাবেশে ছাত্রলীগ সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ বলেছেন, বঙ্গবন্ধুকন্যা দেশরত্ন শেখ হাসিনা বিশ্ব শান্তির দূত। তিনি শুধু আওয়ামী লীগের সভানেত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রীই নন, এখন বিশ্বনেত্রী। তার পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। শেখ হাসিনা বাঙালি জাতিকে অর্থনৈতিক মুক্তি, গণতন্ত্র দিয়েছেন। তার নেতৃত্বে বাংলাদেশ আজকে বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত। এখন বাংলাদেশ মানেই শেখ হাসিনা।

ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন সমাবেশ পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সভাপতি আবিদ আল হাসান, সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্স, আরিফুর রহমান লিমন, কাজী এনায়েত,  চৈতালি হালদার চৈতি, নিশিতা ইকবাল নদী, যুগ্ম সম্পাদক রেজাউল ইসলাম রেজা, ফয়সল আমীন, সাংগঠনিক সম্পাদক বি এম এহতেশাম, সাংগঠনিক সম্পাদক শেখ জসিম উদ্দিন, দফতর সম্পাদক দেলোয়ার শাহজাদা,গনযোগাযোগ সম্পাদক ফরহাদুজ্জমাান মনির,তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোঃ ইসফাক আবীর, সহ-সম্পাদক পিয়াল হাসান,সহ-সম্পাদক সুমনা আক্তার লিলি,ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-সভাপতি হাসানুর রহমান হাসু,সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান উজ্জল,উপ-গনযোগাযোগ সম্পাদক নাসিম নয়ন ও উপ-মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মাসুদ স্বপ্নিল প্রমুখ।

শেখ হাসিনার জন্মদিনের আনন্দ মিছিল উপলক্ষে কেন্দ্রীয় ছাত্রলীগ ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়, বিভিন্ন হল শাখা ও মহানগরের নেতাকর্মীরা অংশ নেন। তাদের হাতে ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও সজীব ওয়াজেদ জয়ের ছবি। বাঁশি, ভুভুজেলা, ঢাকঢোল বাজিয়ে আনন্দ মিছিল করে তারা।

ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকির হোসাইন বলেন, দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে। তিনি মেধা, দুরদর্শিতা ও প্রাজ্ঞতা দিয়ে এখন অন্যন্য উচ্চতায় স্থান করে নিয়েছেন। জাকির হোসাইন আরও বলেন, নেত্রীর জন্মদিনের এই আনন্দ মিছিলের কর্মসূচি ছিল গতকাল। কিন্তু আমাদের দেশের একজন কবি, সাহিত্যিক, সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের মৃত্যুর কারণে নেত্রীর নিদের্শে আনন্দ মিছিল শোভাযাত্রা সব স্থগিত করা হয়েছিল।