“প্ল্যানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন ও এজেন্ট অব চেঞ্জ” পুরস্কার প্রাপ্তিতে প্রধানমন্ত্রীকে গণসংবর্ধনা

songbordhona-2

যুক্তরাষ্ট্রে জাতিসংঘ অধিবেশনে যোগদান শেষে মাননীয় প্রধানমন্ত্রী আজ সন্ধ্যায় বাংলাদেশে আগমন করেছেন।

জাতিসংঘ অধিবেশনে যোগদান কালে মাননীয় প্রধানমন্ত্রী “শেখ হাসিনা” “প্ল্যানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন ও এজেন্ট অব চেঞ্জ” পুরস্কারে ভূষিত হন। তাঁর এই সম্মানজনক অর্জন বাংলাদেশের মানুষের জন্য বয়ে এনেছে আরো একটি সম্মান। মাননীয় প্রধানমন্ত্রীর এই অর্জন উপলক্ষে ও জাতিসংঘ অধিবেশন শেষে বাংলাদেশে আগমন উপলক্ষে বাংলাদেশ আওয়ামীলীগ এক বিশাল গণসংবর্ধনার আয়োজন করে।

উক্ত গণসংবর্ধনায় বাংলাদেশ আওয়ামীলীগের পাশাপাশি বাংলাদেশ ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিকলীগ,স্বেচ্ছাসেবকলীগ এর নেতাকর্মী সহ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে সাধারণ জনগণ ।এসময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন “গণভবন” পর্যন্ত রাস্তার দুই ধারে দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানায় “শেখ হাসিনা”র  ভক্ত অনুরাগীরা। মাননীয় প্রধানমন্ত্রী ও এসময় হাত নেড়ে নেতাকর্মীদের শুভেচ্ছার জবাব দেন। উক্ত গণসংবর্ধনায় আনুমানিক দুই লক্ষ মানুষ অংশগ্রহণ করে মাননীয় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।