আর্ত-মানবতার কল্যাণে বাংলাদেশ ছাত্রলীগ সদা অগ্রজ।শারীরিকভাবে সামান্য অক্ষম হান্নান কে একটি রিকশা উপহার দিল বাংলাদেশ ছাত্রলীগ।
আজ রোববার রাত দশটায় মধুর ক্যান্টিন এর সামনে রিকশাটি হান্নান এর হাতে তুলে দেন ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ।রিকশা উপহার পেয়ে হান্নান জানান,আমি এর আগে ভাড়ার একটি রিকশা চালাতাম।ছাত্রলীগের এক ভাই আমার রিকশায় যাওয়ার সময় আমার কথা শুনে আমাকে বলেছিল একটি রিকশা উপহার দিবে।তাই হঠাৎ করে আমাকে আজ তিনি ডেকে পাঠান। আমি রিকশাটি পেয়ে অনেক খুশি।
সর্বশেষে হান্নান ছাত্রলীগের সকল নেতা কর্মীকে ধন্যবাদ জানান।