* শিক্ষা * শান্তি * প্রগতি

* জয় বাংলা * জয় বঙ্গবন্ধু

শহীদ নূর হোসেন দিবসে ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন

শহীদ নূর হোসেন দিবসে ছাত্রলীগের শ্রদ্ধা নিবেদন

ঢাকা: শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে তার স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ ছাত্রলীগ। আজ মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে রাজধানীর গুলিস্থানস্থ জিরো পয়েন্টে নূর হোসেনের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান সংগঠনের নেতাকর্মীরা। এ সময় সংগঠনের সংগঠনের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন, ঢাকা মহানগর দক্ষিন ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক মো: জোবায়ের সহ বিভিন্ন ইউনিটের শতাধিক নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ১৯৮৭ সালের এই দিনে তৎকালীন সামরিক শাসকের বিরুদ্ধে রাজধানীর রাজপথে আন্দোলনে সামিল হয়ে নূর হোসেন নিহত হন। তার এই আত্মত্যাগে স্বৈরাচার বিরোধী আন্দোলন বেগবান এবং পরবর্তীতে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়।

Share
Tweet
Share
Pin
0 Shares