সভাপতির কথা
একুশ শতকের পৃথিবী আজ ক্রমশ ছোট হয়ে আসছে প্রযুক্তির ছোঁয়ায়। প্রযুক্তি ছাড়া আজকের বিশ্বে একটি দিনও কল্পনা করা যায় না। তাই আমাদের মত উন্নয়নশীল দেশের মানুষের ভাগ্যাকাশের দ্রুত শুকতারার সন্ধান পেতে তথ্য প্রযুক্তির উন্নতির কোন বিকল্প নেই। তাই দূরদশীতা সম্পন্ন বিশ্ব নেতা, বিশ্ব শান্তির অগ্রদূত, বাংলার মানুষের চির আস্থার ঠিকানা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেষ্ঠ্য তনয়া,দেশরত্ন,জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী,শেখ হাসিনা স্বপ্ন দেখছেন ক্ষুধা ও দারিদ্রমুক্ত প্রযুক্তি নির্ভর একটি সুখি সমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশের। যার মাধ্যমে আমুল বদলে যাবে এদেশের অর্থ সামাজিক চিত্র। পৃথিবীর মানচিত্রের এই ছোট্ট ভূখন্ডটি যুক্তি হবে প্রযুক্তির বিশ্ব ফেরীতে। উন্নত শিরে ২০২১ সালের মধ্যে আমরাও হবো গ্লোবাল ভিলেইজের গর্বিত সদস্য।
তাই আজ বাংলাদেশ ছাত্রলীগের গৌরব ঐতিহ্য আর সংগ্রামের ৬৪তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বাংলাদেশ ছাত্রলীগের ওয়েব সাইট উদ্বোধন করায় গণতন্ত্রের মানসকন্যা, দেশরত্ন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি।
জাতির পিতার হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ডিজিটালাইজ হলো আজ তারই যোগ্য উত্তরসূরী গণতন্ত্রের মানসকন্যা, দেশরত্ন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা হাত ধরে। আমাদের প্রিয় নেত্রীর হাত ধরে আজ এই সংগঠনটির প্রযুক্তির ফেরীতে সংযু্িক্ততে আমরা গর্বিত। দেশের মানুষকে দ্রম্নত প্রযুক্তি নির্ভর বিশ্ব সমাজে সংযুক্ত করতে নিরলস ভাবে কাজ করে চলেছেন দেশরত্ন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
তারই ধারাবাহিকতায় ইতিমধ্যে দেশের প্রতিটি জেলা ও উপজেলাকে আনা হয়েছে প্রযুক্তি বিশ্বের স্পর্শে। দেশের প্রায় পাঁচ হাজার ইউনিয়নে চালু করা হয়েছে নাগরিকদের জন্য তথ্য প্রযুক্তি সেবা কেন্দ্র। শিক্ষার্থীরা বাড়িতে বসে বিশ্ববিদ্যালয়ের ফরম সংগ্রহ করতে পাড়ছে দরিদ্র পিতা-মাতার উপ ব্যয়ের বোঝা না চাপিয়েই। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার স্বপ্নের ডিজিটাল সোনার বাংলা বির্নিমানের লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগও তার কার্যক্রম পরিচালনা করছে। আমরা খুব শিগগিরই আনলাইনে বাংলাদেশ ছাত্রলীগের সদস্য সংগ্রহের কাজ শুরু করব। ছাত্রলীগের ওয়েব সাইটিতে বর্তমানে শিক্ষা কর্নারে পাওয়া যাবে দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ের তথ্য,গুরুত্বপূর্ন লিকং কর্নার থেকে পাওয়া যাবে বাংলাদেশের রাষ্ট্রপতি,প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রতিটি জেলার জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসিয়াল ওয়েব সাইটের ঠিকানা। ছাত্রসমাজের জন্য অতিগুরুত্বপূর্ন একটি আধুনিক বিজ্ঞানভিত্তিক শিক্ষা নীতিও পাওয়া যাবে বাংলাদেশ ছাত্রলীগের ওয়েব সাইট থেকে। গনতন্ত্রে বিশ্বাসী বাংলাদেশ ছাত্রলীগ। তাই সংগঠনের সভাপতি ও সাধারন সম্পাদকের কাছে বিশ্বের যে কোন প্রান্ত থেকে যোগাযোগ করার জন্য বাংলাদেশ ছাত্রলীগের ওয়েব সাইটটিতে ব্যবস্থা রয়েছে।
সবশেষে বাংলাদেশ ছাত্রলীগের ওয়েবসাইটটি অতি সল্প সময়ে তৈরি করে যারা ছাত্রলীগের তারম্নন্যের উচ্ছাস আর অদম্যতার স্বাৰর রেখেছেন তাদের কথা না বললেই নয়। নিরলস শ্রমের মাধ্যমে মাত্র এক সপ্তাহের মধ্যে একটি সুন্দর ওয়েব সাইটটি তৈরি করে বাংলাদেশ ছাত্রলীগকে তথ্য প্রযুক্তির বিশ্ব ফেরীতে তুলে দেওয়ায় তথ্য প্রযু্িক্ত সম্পাদক আব্দুলস্নাহ আল মারম্নফ, উপ-সম্পাদক জয়দেব দাশ ও রনক হাসানসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করছি।
এইচ এম বদিউজ্জামান সোহাগ সিদ্দিকী নাজমুল আলম
সভাপতি সাধারন সম্পাদক
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ