খালেদা জিয়াকে আটকের দাবি একটি নাটক : প্রধানমন্ত্রী
05, January 2015
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়াকে তার গুলশান অফিসে আটক রাখা হয়েছে বলে যে অভিযোগ করেছেন তা নাকচ করে দিয়ে বলেছেন, এটি একটি নাটক। তিনি বলেন, বিএনপি চেয়ারপার্সন অতীতেও অনেকবার এ ধরনের নাটক করেছেন। শেখ হাসিনা বলেন, ‘খালেদা জিয়াকে তার গুলশান অফিসে আটক করা হয়নি। কে তাকে আটক করবে? তিনি যে কোনো সময় তার বাসায় চলে যেতে পারেন।’ প্রধানমন্ত্রী গতকাল বিকেলে তাঁর সরকারি বাসভবন গণভবনে বাংলাদেশ ছাত্রলীগ নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন।
ছাত্রলীগের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি এইচ এম বদিউজ্জামানের সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম বক্তৃতা করেন। এ সময় কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী মঞ্চে উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়া নিজের ইচ্ছা অনুযায়ী তার গুলশান অফিসে অবস্থান করছেন। আগে থেকেই সেখানে বিছানা এবং অন্যান্য ফার্নিচার সজ্জিত রাখা হয়েছিল। অথচ এখন তিনি দাবি করছেন যে, তাকে সেখানে আটক করা হয়েছে। এ ধরনের নাটক তার জন্য নতুন নয়। তিনি অতীতেও এ ধরনের অনেক নাটক করেছেন।এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, পুলিশ তার অনুরোধে নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে। তার অনুরোধের পরিপ্রেক্ষিতে পুলিশ সাড়া দেয়ায় তিনি এখন দাবি করছেন যে, তাকে আটক করা হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়া ১৯৮৬ সালে এরশাদ বিরোধী আন্দোলনের সময়েও এ ধরনের নাটক করেছেন। ‘দেশবাসীকে বিদ্রোহ করার আহ্বান জানিয়ে সে সময় তিনি আত্মগোপন করেন। অথচ পরে পুলিশ তাকে হোটেল পূর্বাণীতে খুঁজে পায় এবং হোটেল কক্ষের দরজা ভেঙ্গে তাকে বের করে আনে।’শেখ হাসিনা বলেন, একইভাবে বিএনপি চেয়ারপার্সন ২০০৯ সালে বিডিআর বিদ্রোহের সময় দুই ঘন্টা আত্মগোপন করে থাকেন।
এ ধরনের নাটক করা থেকে বিরত থাকার জন্য বেগম খালেদা জিয়াকে আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি প্রধান দেশ ও জনগণকে ভোগান্তিতে ফেলার জন্য এ ধরনের লুকোচুরি খেলেন।তিনি বলেন, ‘আপনার নাটকের কথা সবাই জানেন। সুতরাং আমি আপনাকে বলতে চাই যে, এ ধরনের নাটক ও মানুষ হত্যা বন্ধ করুন।’
শেখ হাসিনা প্রশ্ন করেন, ঈদের মিলাদুন্নবীর মতো পবিত্র দিনে কিভাবে তিনি মানুষ হত্যার নির্দেশনা দেন?
প্রধানমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত দেশের গণতন্ত্র নস্যাৎ করতে এবং যুদ্ধাপরাধীদের বাঁচাতে বল্গাহীন ভাবে সন্ত্রাসী তৎপরতা চালিয়ে যাচ্ছে।তিনি বলেন, বেগম খালেদা জিয়া একদিকে কুম্ভিরাশ্রু বর্ষণ করছেন এবং অপরদিকে ১৯৭১ সালের গণহত্যার দায়ে অভিযুক্তদের বাঁচানোর লক্ষ্যে নানা ষড়যন্ত্র করছেন।প্রধানমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত জোট ৫ জানুয়ারির নির্বাচন বানচালের লক্ষ্যে ব্যাপক সন্ত্রাসী তৎপরতা চালায় এবং দেশবাসীকে এ নির্বাচন বর্জনের আহ্বান জানায়। কিন্তু দেশবাসী বেগম জিয়ার এ আহ্বানে সাড়া দেয়নি। ফলে, প্রতিশোধ নিতে তারা আবার হত্যা ও বোমাবাজি করছে।
শেখ হাসিনা বলেন, হত্যা ও বোমাবাজির মাধ্যমে তারা কিছুই পাবে না। যদি বেগম জিয়ার কোনো ভালো কথা বা ভালো চিন্তা থাকে এবং জনগণের কল্যাণে যদি
তিনি কিছু করতে চান তবে তা তিনি দেশবাসীকে জানাতে পারে। সেটা না করে কেন হত্যা ও বোমাবাজি করছেন?- প্রধানমন্ত্রী তা জানতে চান।
-- (বাসস)