তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মানববন্ধন
23, December 2014
দুর্নীতির দায়ে অভিযুক্ত, স্বেচ্ছায় মুচলেকা দিয়ে নির্বাসিত,২১ আগস্ট গ্রেনেড হামলার আসামী, উন্মাদ তারেক রহমান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ নিয়ে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দেওয়ার প্রতিবাদে তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বাংলাদেশ ছাত্রলীগের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
দুর্নীতির দায়ে অভিযুক্ত স্বেচ্ছায় মুচলেকা দিয়ে নির্বাসিত উন্মাদ তারেক গত ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ নিয়ে মিথ্যাচার করে বক্তব্য দিয়েছেন। তার বক্তেব্যর প্রতিবাদে তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে দ্রুত বিচারের দাবিতে বাংলাদেশ ছাত্রলীগ আজ মঙ্গলবার দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন করেছে। মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি এইচ.এম.বদিউজ্জামান সোহাগ, সহ-সভাপতি জয়দেব নন্দী, আবু হানিফ, সুমন কুন্ডু, এ.এইচ. জিসান মাহমুদ, যুগ্ম-সাধারণ সম্পাদক শামসুল কবির রাহাত, মোস্তাফিজুর রহমান মোস্তাক, হাসানুজ্জামান তারেক, সাংগঠনিক সম্পাদক শিহাবুজ্জামান শিহাব, দপ্তর সম্পাদক শেখ রাসেল, সমাজসেবা সম্পাদক কাজী এনায়েত, অর্থ সম্পাদক আশিকুল ইসলাম, পরিবেশ সম্পাদক সাইফুর রহমান সোহাগ, ক্রীড়া সম্পাদক আবিদ আল হাসান, নাট্য ও বির্তক সম্পাদক শাহাদাত হোসেন রাজন, গণযোগাযোগ ও উন্নয়ন সম্পাদক অহিদুর রহমান জয়, কৃষি শিক্ষা সম্পাদক রাইসুল ইসলাম জুয়েল, ঢাবি শাখা ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান মোল্লা ও সাধারণ সম্পাদক ওমর শরীফ।
মানববন্ধন চলাকালে বাংলাদেশ ছাত্রলীগ সভাপতি এইচ.এম.বদিউজ্জামান সোহাগ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটাক্ষ করে যে বক্তব্য তারেক রহমান দিয়েছেন সেই জন্য তাকে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে এবং তারেক রহমানকে বিএনপি থেকে বহিষ্কার করতে হবে। অন্যথায় বিএনপি যেখানে সমাবেশ ডাকবে আমরা সেখানেই প্রতিহত করবো। গাজীপুরের মাটিকে বিএনপি বার বার কলঙ্কিত করেছে। শহীদ তাজউদ্দীনের পুণ্যভূমি এবং আহসানউল্লাহ মাস্টারের রক্তস্নাত গাজীপুর। এ পবিত্র মাটিকে কলঙ্কিত হতে দিতে পারি না। তিনি আরো বলেন, বিএনপি ও ছাত্রলীগ সব নিয়ম-কানুন মেনে ২৭ ডিসেম্বর গাজীপুরে সমাবেশের আবেদন করেছে। আশা করি আমাদেরকেই সেখানে সমাবেশ করার অনুমতি দেওয়া হবে। আমরা যে কোনো মূল্যে গাজীপুরে সমাবেশ করব।