জাতীয় শিক্ষা দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগের শ্রদ্ধাঞ্জলী
17, September 2013
আজ ১৭ সেপ্টেম্বর ২০১৩ইং জাতীয় শিক্ষা দিবস। ১৯৬২ সালের এই দিনে “শরিফ শিক্ষা কমিশন” রিপোর্ট বাতিলের দাবিতে পূর্ব বাংলার ছাত্রসমাজ হরতাল আহবান করে। হরতার চলাকালে আব্দুল গনি রোডে পুলিশের গুলিতে শহীদ হন-বাবুল, গোলাম মোস্তফা, য়াজিউল্লাহসহ অনেকে। দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ আজ সকাল ৯টায় হাইকোর্ট সংলগ্ন শিক্ষা অধিকার চত্ত্বরে বাংলাদেশ ছাত্রলীগ সভাপতি এইচ.এম.বদিউজ্জামান সোহাগের নেতৃত্বে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যাল ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক ওমর শরিফের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতৃবৃন্দ ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন।