সংবিধানিকভাবেই হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে: এলজিআরডি প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এমপি
17, May 2013
গণতন্ত্র, উন্নয়ন শিক্ষা ও শান্তির সংগ্রামে কান্তিহীন কান্ডারী, সফল রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ৩২তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষৈ বাংলাদেশ ছাত্রলীগের আলোচনাসভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি বলেছেন, সংবিধানিকভাবেই আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে। গণতন্ত্র, উন্নয়ন শিক্ষা ও শান্তির সংগ্রামে কান্তিহীন কান্ডারী, সফল রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ৩২তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আজ সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে বাংলাদেশ ছাত্রলীগ এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ ছাত্রলীগ সভাপতি এইচ.এম.বদিউজ্জামান সোহাগের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশষ্ট লেখক ও সাংবাদিক বেবী মওদুদ এমপি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক ড. আ.আ.ম.স আরেফিন সিদ্দিক, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক ম.হামিদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান মোলা ও সাধারণ সম্পাদক ওমর শরীফ। এসময় বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পলী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেন, সংলাপ নিয়ে আলোচনার কথা হলো, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিরোধীদলীয় নেত্রীকে সংলাপের আহ্বান জানালেন। কিন্তু বেগম খালেদা জিয়া সংলাপে সাড়া না দিয়ে সরকারকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিলেন। সংবিধান হচ্ছে গণতন্ত্রের আসল জায়গা, তাই সংলাপ হবে সংসদে। সংসদের বাইরে কোনো আলোচনা হবে না। তিনি বিরোধী দলীয় নেতা বেগম খালেদার উদ্দেশ্যে বলেন, আপনার দেওয়া হরতাল জনগণ প্রত্যাখান করেছেন। সংসদের সব সুযোগ-সুবিধা নিবেন। আর সংসদে আসবেন না। আসন্ন বাজটে অধিবেশনে সংবিধানে এসে আলোচনা করুন। সংবিধানের বাইরে গিয়ে কোনো লাভ হবে না। সংবিধানকে সমুন্নত রাখতেই সংবিধানের বাইরে যাওয়া যাবে না। দেশের স্বার্থেই আমরা আলোচনার প্রস্তাব দিয়েছিলাম। তবে এই প্রস্তাব প্রত্যাখান করে নানা ধরনের ষড়যন্ত্র শুরু করছে বিরোধীদল। তিনি আরো বলেন, খালেদা জিয়া বাংলাদেশকে বাংলা ভাই-আব্দুর রহমান দিয়ে পাকিস্তানি রাষ্ট্রে পরিণত করেছেন। এছাড়াও জামায়াত-শিবিরকে দিয়ে দেশে নানা ধরনের ষড়যন্ত্র করছেন। বেগম খালেদা জিয়া দেশকে সাম্প্রদায়িক দেশে পরিণত করতে চেয়েছেন, অপর দিকে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশকে মুক্তিযুদ্ধে ও অসাম্প্রদায়িক দেশে পরিণত করতে চেয়েছেন। জনতার ঐক্যের মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে প্রত্যাবর্তন করেন। বারবার শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়েছে। কারণ তিনি ভাত ও ভোটের অধিকার চেয়েছেন। এই মৃত্যুমুখ থেকে বারবার শেখ হাসিনা ঘুরে দাঁড়িয়েছেন। সর্বশেষ গ্রেনেড হামলা চালানো হয়েছে।আল্লাহ তাকে রক্ষা করেছেন।
সভাপতির বক্তব্যে বাংলাদেশ ছাত্রলীগ সভাপতি এইচ.এম.বদিউজ্জামান সোহাগ বলেন, ৭৫’র বঙ্গবন্ধুকে স্ব-পরিবারে নির্মম ভাবে হত্যার পর স্বৈরশাসনের কবলে বিলুপ্ত গণতন্ত্রকে শৃঙ্খলমুক্ত করার জন্য দেশরত্ন শেখ হাসিনা ১৯৮১ সালের ১৭মে প্রিয় স্বদেশে ছুটে এসেছিলেন তার স্বামী আর স্বজনদের রেখেই। বিমান বন্দরে ভারতীয় বোয়িং ৭৩৭ নামার আগেই বাংলার জনগন স্লোগান প্রকম্পিত করেছিল পুরো রাজধানী। এরপর তিনি মানুষের ভালবাসায় সিক্ত হয়ে ভুলে গিয়েছিলেন স্বজন হারানোর কথা। সেদিন উপস্থিত লাখো লাখো জনতাই স্বজন করে নিয়েছিল পরম শ্রদ্ধা আর অফুরন্ত ভালবাসায়। শেখ হাসিনা মানুষের ভালবাসায় সিক্ত হয়েই প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন দেশ, মাটি ও মানুষের জন্য কাজ করার এবং ঘোষনা করছিলেন দেশের মানুষের অর্থনৈতিক মুক্তির সংগ্রাম। তাই তিনি আজও এদেশের দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে কাজ করে যাচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক বাংলাদেশে পরিণত হবে।কারণ মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সততা ও দেশ প্রেম নিয়ে দেশ পরিচালনা করছেন।
সভা পরিচালনাকালে, বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম বলেন, এদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনের প্রবক্তা, দেশের সামরিক জান্তান্তাদের পেশাকলে পড়ে বিপথে যাওয়া অস্ত্রধারী ছাত্রসমাজকে প্রতিহত করে ছাত্রসমাজের হাতে বই খাতা আর কলম তুলে দিয়ে বিজ্ঞানভিত্তিক ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের পথপ্রদর্শক, এদেশের ভুলুন্ঠিত গণতন্ত্রকে জেগে তুলে বাংলার জনগনের ভোটাধিকার নিশ্চিত করার অগ্রসেনানী, পাবর্ত্য শান্তি চুক্তি, প্রতিবেশী দেশের সাথে ন্যায্য পানির হিস্যা আদায়ের প্রবক্তা, ২১ ফেব্রুয়ারীকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি, দেশের শিক্ষা ও স্বাস্থ্য সেবার অনন্য অবদানের জন্য সাউথ সাউথ পদক প্রাপ্ত মহিয়শী ব্যাক্তিত্ব এবং মায়ানমার এর কাছ থেকে ১ লাখ ১১ হাজার ৬৩২ বর্গকিলোমিটার সমুদ্রসীমা এলাকা অর্জন করা সফল রাষ্ট্রনায়ক দেশরত্ন শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বহুবার হামলা চালিয়েছে ষড়যন্ত্রকারীরা। কিন্তু বাংলাদেশ ছাত্রলীগের একজন কর্মী বেঁচে থাকতে দেশরত্ন শেখ হাসিনার কোন ক্ষতি কেউ করতে পারবে না ।