করোনার কারণে অসহায় হয়ে পড়া রাজধানীর ঢাকার ছিন্নমূল মানুষের মাঝে সেহরিতে খাবার বিতরণ করেছে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ।

সোমবার দিবাগত রাতে (২৮ রমজান) রাজধানীর গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসানের নেতৃত্বে মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা নগরীর ছিন্নমূল মানুষের মাঝে সেহরিতে খাবার বিতরণ করেন।

এ সময় ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান জানান, ‘মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের উদ্যোগে পবিত্র রমজান মাসে ছিন্নমূল মানুষের মাঝে সেহরিতে খাবার বিতরণ অব্যাহত রয়েছে। অতীতের যেকোন সংকটের ন্যায় বর্তমান করোনা সংকটেও সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাবে ছাত্রলীগ।’