পবিত্র রমজানে রাজধানীর ছিন্নমূল, অসহায়-দুঃস্থদের মাঝে সেহরিতে খাবার বিতরণ করেছে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ।
শনিবার দিবাগত রাতে (২৬ রমজান) রাজধানীর গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসানের নেতৃত্বে মহানগর দক্ষিণ ছাত্রলীগের নেতাকর্মীরা ছিন্নমূল, অসহায়-দুঃস্থদের মাঝে সেহরিতে খাবার বিতরণ করেন।
এ সময় ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান জানান, ‘যেকোন সংকটে, দুর্যোগে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে ছাত্রলীগ। অতীতের ন্যায় এবারও করোনা সংকটে যখন শহরের ছিন্নমূল মানুষেরা বিপাকে পড়েছেন তখনই ছাত্রলীগ তাদের পাশে এসে সহযোগিতার হাত বাড়িয়েছে। পবিত্র রমজান মাসে ঢাকায় ছিন্নমূল, অসহায়-দুঃস্থদের মাঝে সেহরিতে খাবার বিতরণ করা হচ্ছে। জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের উদ্যোগে পবিত্র রমজানে সেহরিতে তাদের জন্য এই আয়োজন। পবিত্র রমজানে এই কার্যক্রম অব্যাহত থাকবে।’