পবিত্র রমজান উপলক্ষে অসহায়-দুস্থ ও পথশিশুদের মাঝে সেহরি বিতরণ করেছে হলি ফ্যামিলি মেডিকেল কলেজ ছাত্রলীগ।

শনিবার দিবাগত রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা বাস্তবায়নে এবং সম্মিলিত বেসরকারি চিকিৎসাবিজ্ঞান শাখা ছাত্রলীগের সভাপতি ডা. মিজানুর রহমানের নির্দেশনায় এ কর্মসূচি পালন করা হয়।

এ কর্মসূচি সম্পর্কে হলি ফ্যামিলি মেডিকেল কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রিফাত রাব্বী জানান, ‘কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা বাস্তবায়নে এবং সম্মিলিত বেসরকারি চিকিৎসা বিজ্ঞান শাখা ছাত্রলীগ দেশের এই ক্রান্তিকালীন সময়ে ডাঃ মিজানুর রহমান সুমনের নির্দেশনায় ফ্রন্টলাইনে থেকে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে এই ধরনের সামাজিক মানবিক কাজ অব্যাহত থাকবে বলে তিনি জানান।’