পবিত্র রমজানের ২০তম দিনে অসহায়-দুঃস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে সেহরিতে খাবার বিতরণ অব্যাহত রেখেছে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ।
রবিবার দিবাগত রাতে (২০তম রমজান) গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসানের নেতৃত্বে দক্ষিণ ছাত্রলীগের নেতাকর্মীরা অসহায়-দুঃস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে সেহরিতে খাবার বিতরণ করেন।
এ সময় ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান জানান, ‘পবিত্র রমজানের শুরু থেকেই নিজ উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে আওয়ামী লীগের পার্টি অফিসের সামনে অসহায়-দুঃস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে সেহরী বিতরণ করে আসছি। করোনা সংকটে অসহায়-দুঃস্থ ও ছিন্নমূল মানুষেরা যেন কষ্টে না থাকে এজন্য ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের উদ্যোগে সেহরিতে খাবারের ব্যবস্থা করা হচ্ছে। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।’