পবিত্র মাহে রমজান উপলক্ষে করোনা মহামারি মোকাবেলায় কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে সিলেট মহানগর শাখার পক্ষ থেকে ছাত্রলীগ নেতা ফাহিম রাজা চৌধুরীর উদ্যোগে অসহায়, ভাসমান ও হতদরিদ্রদের মাঝে সেহরির খাবার বিতরণ করা হয়েছে।
শুক্রবার দিবাগত রাতে (২৫ রমজান) মধ্যরাত ২টা থেকে নগরীর বিভিন্ন এলাকায় পানিসহ ২৫০ প্যাকেট সেহরী বিতরণ করা হয়।
এ সময় ছাত্রলীগ নেতা ফাহিম রাজা চৌধুরীর সাথে সেহরী বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সিলেট মহানগর ছাত্রলীগ নেতা এস আর ইজদানী, ১৪নং ওয়ার্ড ছাত্রলীগের সিনিয়র সহ সভাপতি মিনহাজ ইসলাম সৌরভ, ১৬ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক সালমান আহমেদ, ছাত্রলীগ নেতা ওহি, আব্দুস সামাদ, গোলাম মোস্তফা, শাকের, মুন্না, জামাল প্রমুখ।