সিরিজ বোমা হামলা দিবস উপলক্ষে নীলফামারীতে আলোচনা সভা করেছে জেলা ছাত্রলীগ। মঙ্গলবার বিকেলে শহরের চৌরঙ্গি মোড়ের দলীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
এরআগে কালো পতাকা উত্তোলন, কালো ব্যাচ ধারণ ও এক নিরবতা পালন করা হয়।
আলোচনা সভায় জেলা আওয়ামীলীগের সভাপতি ও নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক ও জেলা বার সমিতির সভাপতি এ্যাডভোকেট মমতাজুল হক, পৌর আওয়ামীলীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু, সদর উপজেলা সভাপতি আবুজার রহমান, জেলা কৃষকলীগের সভাপতি এ্যাডভোকেট অক্ষ্ময় কুমার রায় বক্তব্য দেন।

জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ আপেলের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাসুদ সরকার মাসুদ।