প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সিরাজগঞ্জে কৃষকের ধান কেটে দিয়েছে জেলা ছাত্রলীগ।
শনিবার (২৪ এপ্রিল) সিরাজগঞ্জ পৌরসভার ফুলবাড়ী গ্রামের কৃষক আব্দুল খালেক এর দুই বিঘা জমির ধান কেটে দিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
লকডাউনে শ্রমিক না পাওয়ায় ধান নিয়ে বিড়ম্বনায় পড়ছেন কৃষকরা। কৃষকদের ধান কেটে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দেন। পরে সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আমানুল করিম লিমনের নেতৃত্বে ছাত্রলীগ নেতাকর্মীরা কৃষক আব্দুল খালেকের জমির ধান কেটে দেন।
এ বিষয়ে আমানুল করিম লিমন বলেন, ‘করোনাভাইরাসের কারণে এ এলাকার কৃষকরা অসহায় হয়ে পড়েছেন। ধান কাটার জন্য শ্রমিক পাওয়া যাচ্ছে না। সে জন্য মানবিক দিক বিবেচনা করে আমি ও জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক মেহেদী হাসান হিমেল, নাজমুল হাসান, পৌর ছাত্রলীগের সহ সভাপতি মামুনুর রশীদ রোমান, উপ ক্রীড়া বিষয়ক সম্পাদক মেরাজ আহমেদ সহ ছাত্রলীগের নেতা কর্মীরা অসহায় কৃষকের পাশে দাঁড়িয়েছি।’
তিনি আরও বলেন, যে কোন মানবিক কাজে সেবা দিতে জেলা ছাত্রলীগ বদ্ধপরিকর।