রাজধানীর রিং রোডে অসহায় ছিন্নমূল পথশিশুদের মাঝে ইফতার বিতরণ করেছে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।
শনিবার (২৪ এপ্রিল) সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এস.এম.আকিদুল ইসলাম সুমনের নেতৃত্বে নেতাকর্মীরা ৫০ জন পথশিশুদের মাঝে আজকের বিতরণ করা হয়।
সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এস.এম.আকিদুল ইসলাম সুমন বলেন, ‘করোনায় ছিন্নমূল পথশিশুরা অসহায় হয়ে পড়েছে। কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী প্রতিদিন ইফতার ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। আমাদের এসব কার্যক্রম অব্যাহত থাকবে।’
এ সময় সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ছাত্রলীগ কর্মী মোঃ রাহিমুজ্জামান শারিন, আল নাহিয়ান সোহাগ ও জন রখাইন উপস্থিত ছিলেন।