চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় পথচারী, অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার বিতরণ করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
শনিবার (২৪ এপ্রিল) বিকেলে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আনম আব্দুল্লাহ হিল বাকীর নেতৃত্বে শিবগঞ্জ বাজারে ২৫০ জনের মাঝে এই ইফতার বিতরণ করা হয়।
ইফতার বিতরণে আরও উপস্থিত ছিলেন আদিনা ফজলুল হক সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি ও শিবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সদস্য নকিব, শিবগঞ্জ পৌর ছাত্রলীগের সহ-সভাপতি নাহিদ, যুগ্ম-সাধারণ সম্পাদক নিরব, শিবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান, উপ-কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক মুক্তাদির, সহ-সম্পাদক শুভ, সহ-সম্পাদক জীবন, দুর্লভপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক পলাশ, পাঁকা ইউনিয়ন ছাত্রলীগের সদস্য নাদিম সহ ছাত্রলীগের অন্যান্য নেতা-কর্মীবৃন্দ।
এই বিষয়ে শিবগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ হিল বাকী বলেন, ‘করোনার প্রথম ধাপের মত দ্বিতীয় ধাপেও বাংলাদেশ ছাত্রলীগের নেতা-কর্মীরা সারা দেশে অসহায়দের পাশে থাকার চেষ্টা করছেন। তারই ধারাবাহিকতায় আমার শ্রদ্ধেয় অভিভাবক, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার(মতিঝিল বিভাগ) সৈয়দ নুরুল ইসলাম ভাইয়ের মহানুভবতায় উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশের ছাত্রলীগ, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের উপ-অর্থ বিষয়ক সম্পাদক আতিকুল ইসলাম আতিক ভাইয়ের পরামর্শে এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) নাহিদ সিকদার ভাই ও সাধারণ সম্পাদক সাইফ জামান আনন্দ ভাইয়ের নির্দেশনায় আমরা এই উদ্যোগটি গ্রহণ করেছি।’
এছাড়াও ইফতার বিতরণের সময় শিবগঞ্জ উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম ভাইয়ের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়।