শহীদ পার্থ প্রতিম আচার্য্যের ২৩ তম মৃত্যুবার্ষিকীতে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে ছাত্রলীগ।
শুক্রবার (২৩ এপ্রিল) ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ সীমিত পরিসরে স্বাস্থ্য বিধি মেনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল ক্যাফেটেরিয়া সংলগ্ন শহীদ পার্থ প্রতিম আচার্য্য স্মৃতি ফলকে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৯৮ সালের ২৩ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সন্ত্রাসবিরোধী একটি বিক্ষোভ মিছিল নিয়ে সার্জেন্ট জহুরুল হক হলের দিকে যাওয়ার সময় ছাত্রদলের গুলিবর্ষণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মলচত্বরে নিহত হন বাংলাদেশ ছাত্রলীগের তৎকালীন কেন্দ্রীয় নেতা পার্থ প্রতিম আচার্য্য। মানিকগঞ্জের সন্তান পার্থ প্রতিম আচার্য্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র ছিলেন।