প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে চট্টগ্রামের লোহাগাড়ায় কৃষকের ধান কেটে দিয়েছে উপজেলা ছাত্রলীগ।
বুধবার (২১ এপ্রিল) উপজেলার চুনতি ইউনিয়নের ডাক বাংলো গ্রামের কৃষক মোহাম্মদ মোহসীন’র চার বিঘা জমির ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
লকডাউনে শ্রমিক না পাওয়ায় ধান নিয়ে বিড়ম্বনায় পড়ছেন কৃষকরা। কৃষকদের ধান কেটে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দেন। পরে লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এরশাদুর রহমান রিয়াদের নেতৃত্বে নেতাকর্মীরা চুনতি ইউনিয়ন ডাক বাংলো বাগান পাড়া গ্রামের বিল থেকে কৃষক মোহাম্মদ মোহসীনের জমির ধান কেটে দেন।
এ বিষয়ে এরশাদুর রহমান রিয়াদ বলেন, করোনাভাইরাসের কারণে এ এলাকার কৃষকরা অসহায় হয়ে পড়েছেন। ধান কাটার জন্য শ্রমিক পাওয়া যাচ্ছে না। সে জন্য মানবিক দিক বিবেচনা করে আমি ও জেলা ছাত্রলীগের ছাত্র উপ বৃত্তি বিষয়ক সম্পাদক রাহাত বিন নাসির, উপজেলা ছাত্রলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক তামরিন হোসাইন, ছাত্রলীগ নেতা ফয়সাল আহমদ, আবদুর রহমান, শেখ ছোটন, কামাল সহ চুনতি স্কুলের ছাত্রলীগের নেতা কর্মীরা অসহায় কৃষকের পাশে দাঁড়িয়েছি।
তিনি আরও বলেন, এলাকার কোনো কৃষক যেন ক্ষতিগ্রস্ত না হন সেজন্য এ কাজ করা হচ্ছে। কোনো কৃষক সহায়তা চাইলে ছাত্রলীগ নেতাকর্মীরা তাদের পাশে দাঁড়াবে।