শ্রমিক সংকট ও অর্থাভাবে ভোগা কৃষকের ধান কেটে দিলো ছাত্রলীগ। বুধবার (২৮ এপ্রিল)লক্ষ্মীপুর সদর উপজেলার টুমচর ইউনিয়নের টুমচর ঈদগাহ এলাকার কৃষক রফিকের ধান কেটে দেয় তারা।
জেলা ছাত্রলীগের ১ম সহ-সভাপতি শাহাদাত হোসেন ভূঁইয়ার নেতৃত্বে ঐ কৃষকের ৫০ শতক জমির ধান কেটে মাড়াই করে দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা।
জেলা ছাত্রলীগ ১ম সহ-সভাপতি শাহাদাত হোসেন ভূঁইয়া জানান, কৃষক রফিক শ্রমিক সংকটে ভুগছিলেন। তাছাড়া অর্থাভাবে বেশি দামে শ্রমিকও নিতে পারছিলো না। খবর পেয়ে আমি ঐ কৃষকের ধান কেটে ঘরে তুলে দেওয়ার উদ্যোগ নিই। তিনি আরো বলেন, আমাদের এমন উদ্যোগ চলমান থাকবে।
উল্লেখ্য করোনার প্রথম ঢেউ এর সময়েও মানবিক ছাত্রনেতা হিসেবে পরিচিত মোঃ শাহাদাত হোসেন ভূঁইয়ার নেতৃত্বে ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা খাদ্য সহায়তা প্রদান,শস্যের বীজ বিতরণ ও কৃষকের ধান কেটে ঘরে তুলে দেওয়া হয়েছিলো।