করোনায় শ্রমিক সংকটের কারণে ধান কাটতে না পারায় এই গরমের মধ্যেও রোজা থেকে কেশবপুরের সুফলাকাটি ইউনিয়নে এক কৃষকের দেড় বিঘা জমির ধান কেটে দিয়েছে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
শুক্রবার (৩০ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক হাবিবুর রহমান খান মুকুলের নেতৃত্বে প্রায় ৩০ নেতাকর্মী সারুটিয়া গ্রামের কৃষক ফারুক হোসেনের দেড় বিঘা জমির ধান কেটে ঘরে তুলে দিয়েছেন।
কৃষক ফারুক হোসেন জানান, ‘প্রায় এক সপ্তাহ আগে তার জমির ধান কাটার উপযোগী হয়। কখন কালবৈশাখী ঝড় এসে সবকিছু লন্ডভন্ড করে দেয় এনিয়ে বিপদে ছিলাম। করোনায় শ্রমিক সঙ্কটের কারণে ধান কাটতে পারছিলাম না। ছাত্রলীগের নেতাকর্মীরা স্ব উদ্যোগে এসে ধান কেটে দিয়েছেন। শ্রমিক খরচও বেচেছে, ফসলও তোলা হয়েছে। এই মানবিক ছাত্রলীগকে ধন্যবাদ জানাই।’