ঢাকার ধামরাইতে রোজা রেখে এক কৃষকের ২৫ শতাংশ জমির ধান কেটে দিলো ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের নেতা-কর্মীরা। আজ শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার কুল্লা ইউনিয়নের কুল্লা গ্রামের কৃষক আব্বাস মিয়ার ধান কেটে দেয় তারা।

ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের নেতা মোঃ তুষার আহমেদ শান্তর নেতৃত্বে এতে অংশ নেয় মো: সিয়াম ও মো: রাজীবসহ ছাত্রলীগের নেতা-কর্মীরা। তারা রোজাদার ছিলেন বলে জানা যায়।

জানা গেছে, কুল্লা গ্রামে কৃষকের স্বপ্নের ফসল আমন ধান মাঠে পেকেছে। এতে শ্রমিক সংকট দেখা দেয়। এনিয়ে বর্গাচাষী আব্বাস মিয়া দুঃশ্চিন্তায় ছিলেন।  আর্থিকভাবে অস্বচ্ছল তিনি।।

পরে শুক্রবার রাতে তিনি ছাত্রলীগ নেতা মোঃ তুষার আহমেদ শান্তর সঙ্গে দেখা করে বিষয়টি জানান। শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত রোজা রেখে ছাত্রলীগের নেতাকর্মীরা তাঁর ক্ষেতের ধান কেটে দিয়েছেন।

কৃষক আব্বাস মিয়া জানান, শ্রমিক সংকট তাই বিপদে ছিলাম। ছাত্রলীগের নেতাকর্মীরা উদ্যোগ নিয়ে ধানগুলো কেটে দিয়েছেন। ঢাকা জেলা ছাত্রলীগকে তিনি দোয়া করেছেন।

ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের নেতা মোঃ তুষার আহমেদ শান্ত বলেন, দেশরত্ন শেখ হাসিনা এবং  বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে আমরা ঢাকা জেলা উত্তর ছাত্রলীগ সবসময় মানবিক কাজে এগিয়ে আসার চেষ্টা করি।