পবিত্র মাহে রমজানের ষষ্ঠ দিনেও ইফতার বিতরণ করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। ধানমন্ডি-৩২ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেন ছাত্রলীগের নেতৃবৃন্দ।
তারা জানান, রোজার ম্যাসব্যাপী ইফতার বিতরণের অংশ হিসেবে বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের নির্দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পক্ষ থেকে তারা এই ইফতার বিতরণ করছেন।
এ সময় উপস্থিত ছিলেন সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহসভাপতি এনামুল হক। আরও উপস্থিত ছিলেন নর্দান বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহিদুল ইসলাম অদি, সাংগঠনিক সম্পাদক আবিদ সুজন, নর্দান বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বনানী ক্যাম্পাস শাখার সাধারণ সম্পাদক মেহেদি হাসান ইমন, ইস্টেট বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেত্রী জান্নাত, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা আশিক, মেহেদী হাসান প্রমুখ।