সড়কপথ নেই, পায়ে হাটা পাহাড়ী জনপদ ব্যাঙ্গডেবা।রামুর জোয়ারিয়ানালার দুর্গম এলাকা ব্যাঙডেবাতে বসবাসকারী ৯০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন কক্সবাজার জেলা ছাত্রলীগ সভাপতি এস এম সাদ্দাম হোসাইন।
সোমবার (২০ এপ্রিল) সকালে কক্সবাজার জেলা ছাত্রলীগ সভাপতি এস এম সাদ্দাম হোসাইন প্রধানমন্ত্রীর উপহার সরূপ তার ব্যক্তিগত পক্ষ থেকে ব্যাঙডেবার অসহায় মানুষের জন্য ইফতার সামগ্রী পাঠান।
উঁচু উঁচু পাহড়ের দুর্গম এই পথ পাড়ি দিয়ে প্রতিদিন ব্যাঙডেবার মানুষের জীবনযাত্রা। যেখানে সকলেই একেবারে খেটে খাওয়া মানুষ। চলমান করোনা পরিস্থিতি ও লকডাউনে খেটে খাওয়া মানুষগুলোর আয়ের পথও এখন বন্ধ। তাই নিজ এলাকা জোয়ারিয়ানালার অনগ্রসর এই জনপদের অসহায় মানুষের পাশে দাড়ান জেলা ছাত্রলীগ সভাপতি এস এম সাদ্দাম হোসাইন।
এই ব্যাপারে জেলা ছাত্রলীগ নেতা তানভীর সৌরভ জানান, ‘মানবিক প্রেসিডেন্ট এস এম সাদ্দাম হোসাইন কখনো করোনায় মারা যাওয়া লাশ দাফন করেন, কখনো কৃষকের ধান কেটে দেন, কখনো আবার এম্বুলেন্স সেবা চালু করেন। তারই ধারাবাহিকতায় আজকের এই কার্যক্রম।’
খেটে খাওয়া মানুষগুলো ইফতারসামগ্রী পেয়ে বড় আনন্দিত। জেলা ছাত্রলীগের এমন মহতী উদ্যোগকের জন্য কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এমন মানবিক ছাত্রলীগ আমরা কখনো এই জনপদে দেখিনি।
এই বিষয়ে জেলা ছাত্রলীগ সভাপতি এস এম সাদ্দাম হোসাইন বলেন, ‘আমি আমার জেলায় ছাত্রলীগকে অন্যভাবে পরিচয় করিয়ে দিতে চাই। এমন ছাত্রলীগ মানুষ চিনবে যে ছাত্রলীগ ২৪ঘন্টা মানুষের সংকটে, সংশয়ে ছুটে যায়।’
অতীতেও দুর্গম এ জনপদে গমন করে উপজেলা শহর থেকে ২৪ কিলোমিটার উত্তরের এই নিভৃত পল্লীতে গত রমজানে ইফতার সামগ্রী বিতরণ করেছিলেন এস এম সাদ্দাম হোসাইন।