রাজশাহীতে ছাত্রলীগের উদ্যোগে অসহায়-দুঃস্থ ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
শনিবার (১ মে) ইফতারের পূর্ব মুহুর্তে রাজশাহী জেলা ছাত্রলীগ নেতা সাগরের পক্ষ থেকে জেলার পবা উপজেলা থানার মোড় সংলগ্ন মোড়ে অসহায়-দুঃস্থ ও পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কামরুল হাসান, বঙ্গবন্ধু ছাত্র পরিষদ রাজশাহী জেলা শাখার সভাপতি সানোয়ার হোসেন শিমুল, নওহাটা পৌর ছাত্রলীগ নেতা রাকায়েদ হোসেন রুকু, বঙ্গবন্ধু ছাত্র পরিষদ জেলার সহ সভাপতি মাহফুজুর ইসলাম নাহিদ, যুগ্ম-সম্পাদক তরিকুল ইসলাম, মোহনপুর উপজেলা ছাত্রলীগ নেতা হাফিজুর রহমান হাফিজ, গোদাগাড়ী উপজেলা নেতা ওয়ালিদুর রহমান সহ স্থানীয় ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় ছাত্রলীগ নেতা সাগর বলেন, ‘বাংলাদেশ ছাত্রলীগ বরাবর দেশের ক্রান্তিলগ্নে মানুষের পাশে ছিলো এবং তার প্রতিশ্রুতিতে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক রাজশাহী জেলার প্রতি উপজেলায় ধারাবাহিক কার্যক্রম চলমান থাকবে।’