পটুয়াখালীর রাঙ্গাবালীতে হত দরিদ্র দুই কৃষকের ৫ বিঘা জমির ধান কেটে দিয়েছে রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগ।

মঙ্গলবার (২৭ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত ছাত্রলীগের প্রায় ২০-২৫ জন নেতাকর্মী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের ০৫নং ওয়ার্ড তিল্লা গ্রামের কৃষক মালেক মল্লিকের ৩ বিঘা ও সাইদুল খলিফার ২ বিঘা জমির ধান কেটে দেন।

এ সময় উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান শিবলী, সাংগঠনিক সম্পাদক আরিফ মাহমুদ, ছোটবাইশদিয়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক হামিম মাহমুদ, আসাদ আহম্মেদ, মাকসুদ হাসান শিপলুসহ ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কৃষক মালেক মল্লিক জানান, প্রায় এক সপ্তাহ আগে তার ধান পেকে যায়। করোনায় শ্রমিক সংকটের কারণে তিনি ধান কাটতে পারছিলেন না। বিষয়টি ছাত্রলীগের কর্মীরা জেনে তার ধান কেটে দেন।

তিল্লা গ্রামের কৃষক সাইদুল খলিফা বলেন, বিপদের দিনে এ সহায়তা পেয়ে হতবাক। এ ঘটনা প্রশংসা পেয়েছে স্থানীয়দের।

রাঙ্গাবালী উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান শিবলী জানান, কোরোনার এই মহামারীকালে খেটে খাওয়া মানুষের খুব কষ্টে দিন কাটছে। এই সময়ে হতদরিদ্র কৃষকরা টাকার অভাবে ধান কাটতে পারছেনা। তাই আমরা তাদের পাশে দাড়িয়েছি। এভাবে সবাই এগিয়ে আসলে হতদরিদ্র কৃষকদের ধান তুলতে সমস্যা হবেনা।