কঠোর বিধিনিষেধে শ্রমিক ও অর্থ সংকটের কারণে জমির পাকা ধান কাটতে পারছেন না রাঙ্গামাটির অনেক কৃষক। ক্ষেতেই ধান নষ্ট হওয়ার উপক্রম হচ্ছিল। খবর পেয়ে কৃষকের সহযোগীতায় এগিয়ে এসেছেন যুবলীগ ও ছাত্রলীগের জেলা, পৌর, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দরা।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশনায় ও রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর জব্বার সুজন ও সাধারণ সম্পাদক প্রকাশের নির্দেশে তীব্র গরমে রোজা রেখে লংগদু ইউনিয়নে ৭ নং ওয়ার্ডের কৃষক মোঃ নজরুল ইসলামের ১ বিঘা জমির পাকা ধান কেটে বাসায় পৌঁছে দেন লংগদু উপজেলা ছাত্রলীগের নেতাকর্মী।

উপজেলা ছাত্রলীগের ছাত্রনেতা নুরুল ইসলামের নেতৃত্বে কাউসার, লিটন, নেজাম, ফুল মাহমুদ সরকার, মেহেদী, আজিজুল, হানিফ সহ ৩০ নেতাকর্মীর স্বেচ্ছাশ্রমে এই ধান কাটা কার্যক্রমটি পরিচালিত হয়। ছাত্রলীগ নেতাকর্মীদের কৃষকের ক্ষেতের ধান কাটতে দেখে প্রশংসা করেছে স্থানীয়রা।

এ বিষয়ে লংগদু উপজেলা ছাত্রলীগ নেতা নুরুল ইসলাম বলেন, ‘করোনাকালে দলীয় নেতাকর্মীদের কৃষকদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উক্ত আহ্বানে সাড়া দিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় এবং রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সেই আহ্বানে সাড়া দিয়ে লংগদু উপজেলার ৭ নং ওয়ার্ডের বাসীন্দা নজরুল ইসলামের ১ একর জমির ধান কেটে কৃষকের ঘরে তুলে দিয়েছে ছাত্রলীগ। আজ ছাত্রলীগের বিভিন্ন পযার্য়ের নেতাকর্মীরা মিলে আমরা উক্ত ধানকাটা কার্যক্রমে অংশগ্রহণ করেছি।’

আগামীতেও উক্ত কার্যক্রমটি অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

লঙ্গদু উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদ খান রাজু জানান, ‘গত বছরও কেন্দ্র ও জেলা ছাত্রলীগের নির্দেশে করোনাকালীন সময়ে প্রায় মাসব্যাপী লংগদু উপজেলার বিভিন্ন গ্রামের হতদরিদ্র ও গরীব চাষীদের ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিয়েছেন। এবছরও সেই কর্মসূচি অব্যাহত থাকবে।’

রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক নেছার উদ্দিন হৃদয় জানান, ‘রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের সুযোগ্য সভাপতি আব্দুর জব্বার সুজন ভাই ও সাধারন সম্পাদক প্রকাশ দাদার নেতৃত্বে লংগদু উপজেলা ছাত্রলীগের ধানকাটার কার্যক্রমটি প্রশংসার দাবি রাখে। বিগত বছরেও ঠিক এভাবেই কৃষকের ক্ষেতের ধান কেটে মাড়াই করে ঘড়ে তুলে দিয়ে কৃষকের সহযোগিতা করেছে লংগদু উপজেলা ছাত্রলীগ, অসহায় মানুষের পাশে ছাত্রলীগ সবসময় ছিল, আছে এবং থাকবে। তারই ধারাবাহিকতায় উপজেলা সাধারন সম্পাদক রাজু ভাইয়ের সহযোগীতায় নুরুল ইসলামের নেতৃত্ব নেতৃত্বে লংগদু উপজেলা ছাত্রলীগসহ অন্যান্য ইউনিটের নেতাকর্মী রোজা থেকে অসহায় কৃষকের ধান কেটে পাশে দাঁড়িয়েছেন। দেশের যেকোনো পরিস্থিতিতে ছাত্রলীগ সাধারণ মানুষের পাশে থেকে এভাবেই কাজ করে যাবে।’

সুবিধাভোগী কৃষক মোঃ নজরুল ইসলাম জানান, ‘করোনার মধ্যে আর্থিক সংকটের কারনে ক্ষেতের পাকা ধান নিয়ে বিপাকে পড়েছিলাম। অবশেষে ছাত্রলীগের ছেলেদের সহযোগীতায় আমি আমার ক্ষেতের ধান ঘড়ে তুলতে পরেছি।’

তিনি উক্ত কাজে তাকে সহযোগিতা করার জন্য ছাত্রলীগের নেতাকর্মীদের ধন্যবাদ জ্ঞাপন করেন।