পবিত্র রমজানের ১৫তম দিনে অসহায়-দুঃস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে সেহরিতে খাবার বিতরণ করেছে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ।
মঙ্গলবার দিবাগত রাতে (১৫ রমজান) ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসানের নেতৃত্বে গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা অসহায়-দুঃস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে সেহরিতে খাবার বিতরণ করেন।
সেহরি বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে আজ রমজানের ১৫তম দিনেও সেহরিতে খাবার বিতরণ অব্যাহত রেখেছে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ।
এ সময় ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান জানান, ‘যেকোন সংকটে, ক্রান্তিলগ্নে মানুষের পাশে দাঁড়িয়েছে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ। পবিত্র রমজানে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের উদ্যোগে সেহরিতে খাবার বিতরণ করা হচ্ছে। সেহরি বিতরণ কার্যক্রমের অংশ হিসেবে আজকেও অসহায়-দুঃস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে সেহরিতে খাবার বিতরণ করা হয়েছে। চলমান লকডাউনে অসহায় হয়ে পড়া এসব মানুষের মাঝে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের পক্ষ থেকে সেহরি বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।’