শ্রমিক সংকট ও অর্থ সংকটের কারণে জমির পাকা ধান কাটতে পারছিলেন না ময়মনসিংহের সদর উপজেলার শিকারিকান্দা এলাকার কৃষক মোহাম্মদ সুলতান উদ্দিন। ক্ষেতে ধান নষ্ট হওয়ার উপক্রম হচ্ছিল। এর মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে দেশে চলছে লকডাউন। বন্ধ রয়েছে দূরপাল্লার যান চলাচল, যে কারণে শ্রমিক সংকটে পাচ্ছেন না কোনো শ্রমিকও। কৃষকের বোরো ধান কাটার এই সময়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় দেশের বিভিন্ন স্থানে এগিয়ে আসছেন ছাত্রলীগের নেতাকর্মীরা, কেটে দিচ্ছেন স্বেচ্ছায় কৃষকের ধান।

ধান কাটার এই মৌসুমে কৃষকের পাশে দাঁড়াচ্ছেন ছাত্রলীগ। এমন খবর পেয়ে কৃষক মোহাম্মদ সুলতান উদ্দিন মোবাইল নাম্বার সংগ্রহ করে সকালে ফোন দেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা মোহাম্মদ দেলোয়ার হোসেনকে। ফোন পেয়ে রমজানের তপ্ত রোদে কৃষকের ৩০ শতক জমির ধান কেটে ঘরে তুলে দেন ছাত্রলীগ নেতা মোহাম্মদ দেলোয়ার হোসেনের নেতৃত্বে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা।

সোমবার (০৩ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত কৃষক মোহাম্মদ সুলতান উদ্দিনের ৩০ শতক জমির পাকা ধান কেটে ঘরে তুলে দেন তারা। কৃষকের পাশে দাঁড়াতে পেরে নেতাকর্মীরাও উচ্ছ্বসিত। ধান কাটা শেষে তারা ধান কৃষকের বাড়িতেও পৌঁছে দেন।

কৃষক মোহাম্মদ সুলতান উদ্দিন বলেন, ‘করোনার এই সময়ে অনেক কষ্টে দিন পার করছি, তার উপর ধান কাটা নিয়ে খুব চিন্তিত ছিলাম। এমন সময় ছাত্রলীগের ভাইয়েরা ধান কেটে বাড়ি পৌঁছে দিয়ে আমার অনেক বড় উপকার করলো। আমি ছাত্রলীগ ভাইদের প্রতি কৃতজ্ঞ। তাদের জন্য মন থেকে দোয়া করি, আল্লাহ তাদের ভাল রাখুক।’

ছাত্রলীগ নেতা মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, ‘বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা সবসময় মানুষের কল্যাণে কাজ করে থাকে। সকালে কৃষক সুলতান উদ্দিন ফোন করে জানান শ্রমিক সংকটের কারণে তিনি ৩০ শতক জমির পাকা ধান কাটতে না পেরে বিপাকে পড়েছেন। ফোন পেয়ে এই অসহায় কৃষকের ধান কেটে সহযোগিতা করতে পেরে আমরা গর্বিত।’