আগামী এক বছরের জন্য যশোর মেডিকেল কলেজ ছাত্রলীগের ০২ সদস্য বিশিষ্ট এবং নোয়াখালীর আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ ছাত্রলীগের ১০ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

শনিবার (২৬ জুন) বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

যশোর মেডিকেল কলেজ ছাত্রলীগের নতুন কমিটিতে শাহাজাদ জাহান দিহানকে সভাপতি এবং শাহাদাত হোসাইন রাসেলকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে।

নোয়াখালীর আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ ছাত্রলীগের নতুন কমিটিতে এস এম আসিফ আরাফাতকে সভাপতি এবং হোসাইন মোহাম্মদ আসরাফকে সাধারণ সম্পাদক পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া সহ-সভাপতি পদে আল শাহারিয়ার হৃদয়, নাঈমুর রশিদ সাজিদ, সাইফুল ইসলাম জুয়েল ও আবু কাওসার ভূইয়া এবং যুগ্ম-সাধারণ সম্পাদক পদে মোঃ শাহাবুদ্দিন ভূইয়া শিহাব, নাহিদ হাসান শাওন, তানভীর আহমেদ ও অনিক বিশ্বাসকে দায়িত্ব দেওয়া হয়েছে।