ময়মনসিংহে মাদ্রাসায় ১০০ ছাত্রের মাঝে ইফতার বিতরণ করেছে ছাত্রলীগ।

শুক্রবার (৩০ এপ্রিল) জেলা ছাত্রলীগ নেতা ফয়সাল হোসেনের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ২২ নং ওয়ার্ডের উলূমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসায় ১০০ জন ছাত্রদের নিয়ে ইফতারের আয়োজন করেন।

এ সময় ফয়সাল হোসেন জানান, ‘চলমান করোনা মহামারিতে সারাদেশে অসহায়-দুঃস্থ, ছিন্নমূল মানুষের মাঝে ইফতার ও সেহরির ব্যবস্থা করছে ছাত্রলীগ। পবিত্র রমজান মাসে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ ছাত্রলীগের পক্ষ থেকে মাদ্রাসার ১০০ জন ছাত্রদের নিয়ে ইফতারের আয়োজন করা হয়। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।’