গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবং বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ কর্তৃক ঘোষিত কর্মসূচি অনুযায়ী ময়মনসিংহে দরিদ্র কৃষকদের ধাণ কেটে দিলো ছাত্রলীগ।

শুক্রবার (৩০ এপ্রিল) ময়মনসিংহ ছাত্রলীগ নেতা মাজাহারুল ইসলাম মবিন এর নেতৃত্বে অসহায় কৃষকের পাশে দাড়িয়েছেন ময়মনসিংহ ছাত্রলীগ।

ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহিত উর রহমান শান্তর দিক নির্দেশনায় ময়মনসিংহ ছাত্রলীগের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ময়মনসিংহ ছাত্রলীগ নেতা মাজাহারুল ইসলাম মবিন।

ময়মনসিংহ ছাত্রলীগ নেতা মাজাহারুল ইসলাম মবিন বলেন, ‘করোনা পরিস্থিতিতে সারাদেশের বিভিন্ন স্থানে কৃষকেরা শ্রমিক সংকটে পড়েছে, তখন আমাদের কর্তব্য তাদের পাশে দাঁড়ানো। কারণ সরকার ঘোষিত প্রজ্ঞাপন অনুযায়ী কোভিড-১৯ প্রতিরোধে সকলকে বাসায় অবস্থান করতে হচ্ছে। সেকারণে কৃষকেরাও কোনো দিনমজুর খুজে পাচ্ছে না ধান কাটা ও মাড়াইয়ের জন্য, আর এই সময়ের মধ্যে ধান কেটে ঘরে তুলতে না পারলে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারে কৃষকেরা। তাই আপনার আমার সকলের কর্তব্য দেশের এই পরিস্থিতিতে বাংলার কৃষকের পাশে দাঁড়ানো।’