নরসিংদীর রায়পুরায় প্রতিবন্ধী কৃষক হানিফার ১২ গন্ডা জমির ধান পেকে খেতেই ঝড়ে পড়ার উপক্রম হয়েছিল। তবে তার দুঃশ্চিন্তা দূর করতে তার পাশে দাঁড়ায় রায়পুরা সরকারি কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

শনিবার (১লা মে) মহান মে দিবসে রোজা রেখে তীব্র তাপদাহের মধ্যেই সকাল থেকে দিনভর রায়পুরা সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মো. রমজান আহমেদ ও সাধারণ সম্পাদক জাকির আহমেদ স্বাধীনের নেতৃত্বে ২০-২৫ জন নেতাকর্মী ধান কেটে অসহায় প্রতিবন্ধী কৃষক হানিফার বাড়ি পৌঁছে দেন।

কৃষক হানিফা জানান, ‘আমি কাজ করতে পারিনা, লকডাউন থাকায় এবার শ্রমিক প্রয়োজনের তুলনায় কম এসেছে। ফলে মিলছে না শ্রমিক। ধান পেকে খেতেই ঝড়ে পড়ার উপক্রম হয়েছিল। পরে ছাত্রলীগের নেতাকর্মীরা এসে ধান কেটে দিয়েছেন। আমার এমন বিপদে তাদের এমন কাজে আমি কৃতজ্ঞ।’

রায়পুরা কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মো. রমজান আহমেদ বলেন, ‘করোনার এই দুর্যোগকালীন প্রধানমন্ত্রী কৃষকদের পাশে দাঁড়ানোর যে নির্দেশনা দিয়েছেন এবং কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশের প্রতিফলন ঘটাতে আজ রায়পুরা উপজেলার পচাবোয়ালিয়ার প্রতিবন্ধী কৃষক হানিফার জমির ধান কেটে দিচ্ছি।’

এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন রায়পুরা সরকারি কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক, মেহেদী হাসান তুষার, প্রথম বর্ষ ছাত্রলীগের সভাপতি নাসির, সাধারণ সম্পাদক উজ্জল, ছাত্রলীগ কর্মী আনন্দ, সাব্বির, রিফাত প্রমুখ।