২০২১-২০২২ অর্থবছরে যুগান্তকারী, সময়োপযোগী ও জনকল্যাণমুখী বাজেট প্রনয়ণের জন্য কুড়িগ্রামের রাজীবপুর উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে ছাত্রলীগ।

শুক্রবার (৪ জুন) বিকেলে রাজীবপুর উপজেলার বিভিন্ন স্থানে উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমানের নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা এ আনন্দ মিছিলে অংশ নেন।

বাজেটকে স্বাগত জানিয়ে সাইদুর রহমান বলেন, এবারের বাজেট জনকল্যাণমুখী, জনবান্ধব বাজেট। বাজেটে সাধারণ মানুষের জীবন ও জীবিকা, স্বাস্থ্য সুরক্ষা, কর্মসংস্থান, কৃষি খাত, খাদ্য উৎপাদন ও ব্যবস্থাপনার উপর গুরুত্বারোপ করা হয়েছে। জনকল্যাণমুখী মেগা বাজেট প্রণয়ন করায় মাননীয় জননেত্রী শেখ হাসিনাকে আমরা ছাত্র সমাজের পক্ষ থেকে ধন্যবাদ জানাই।