ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ ছাত্রলীগ কক্সবাজার জেলা শাখা।

শনিবার (১৭ এপ্রিল) বিকালে কক্সবাজার জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসাইন ও সাধারণ সম্পাদক মারুফ আদনানের নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ সীমিত পরিসরে স্বাস্থ্য বিধি মেনে জাতির পিতার প্রতিকৃতিতে এ শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি কাজী তামজিদ পাশা, কক্সবাজার সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি জাকের হোসাইন,জেলা ছাত্রলীগের সাবেক সাহিত্য বিষয়ক সম্পাদক ইরফানুল হক হিমু,উপ-ধর্ম সম্পাদক মঈন উদ্দিন জনি, সাবেক জেলা ছাত্রলীগ নেতা রাজিবুল ইসলাম মোস্তাক,  সদর ছাত্রলীগের সহ সভাপতি তৌহিদুল ইসলাম, সাদেক উল্লাহ, মনিরুল হক সহ জেলা, সদর, শহর ও কলেজ ছাত্রলীগের অসংখ্য নেতৃবৃন্দ।