দেশে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় দ্বিতীয় ধাপে সরকার ঘোষিত লকডাউনে কক্সবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ মারুফ আদনানের নির্দেশে পবিত্র মাহে রমজানের ১১ম রোজায় অসহায়-দুস্থ ও পথচারী এবং হাসপাতালে রোগীর স্বজনদের মাঝে ইফতার বিতরণ করেছেন মহেশখালী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম শাকিলুর রহমান। ছাত্রলীগ নেতা শাকিলের এমন মহৎ উদ্যোগে অসহায় মানুষের হাতে ইফতার তুলে দেয়ার বিষয়টি সাধারণ মানুষের ব্যাপক চাঞ্চল্যে’র সৃষ্টি হয়েছে।

শনিবার (২৪ এপ্রিল) বিকাল ৫টার দিকে মহেশখালীর ইউনিয়নের কয়েকটি পয়েন্টে রিকশা চালক,অটো চালক ও অসহায়-দুস্থ ও হাসপাতালের রোগীর স্বজনদের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, ছাত্রনেতা মামুন,তুহিন,মুরাদ,ইবনুল,সালাউদ্দিন, মাজেদ,নোমান,শোহেল,ফরহাদ,পারভেজ সহ ছাত্রলীগের নেতাকর্মীরা।

ইফতার বিতরণ শেষে ছাত্রলীগ নেতা এম শাকিলুর রহমান বলেন, বৈশ্বিক করোনা মহামারীর কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করে বিশ্ব মানবতার নেত্রী জননেত্রী শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত আছে। সম্প্রতি করোনা ভাইরাস সংক্রমণ মাত্রাতিরিক্ত হারে বৃদ্ধি পাওয়ায় সরকার দ্বিতীয় ধাপে লকডাউন ঘোষণা করেছে। এমতাবস্থায় কক্সবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ আদনান এর দিকনির্দেশনা নিজ সাধ্য মতো অসহায়-দুস্থ, পথচারী ও হেফজখানার ছাত্রদের পাশে থাকার চেষ্টা করছি।

তিনি আরো জানান, করোনা ভাইরাস সংক্রমণের প্রথম ঢেউ থেকে এখন পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগের একজন কর্মী হয়ে জীবনের ঝুঁকি উপেক্ষা করে স্বেচ্ছায় মানুষের কল্যাণে কাজ করে গিয়েছেন এবং করোনা মহামারীর কারনে অসহায় কর্মহীন দরিদ্র মানুষদের জন্য এই ইফতার উপহার কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান।