কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর বড় মহেশখালীতে কৃষকের পাকা ধান কেটে ঘরে তুলে দিলেন মহেশখালী উপজেলা ছাত্রলীগ।
বুধবার (২১ এপ্রিল) উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের জাগিরাঘোনা এলাকায় দুই কৃষকের ৪ কানি ধান কেটে ঘরে তুলে দেন ছাত্রলীগের নেতাকর্মীরা। মহেশখালী উপজেলা ছাত্রলীগ নেতা শাহনেওয়াজ’র নেতৃত্বে মহেশখালী উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা ধানা কাটার কার্যক্রমে অংশগ্রহণ করেন।
সকাল থেকে বড় মহেশখালীর জাগিরাঘোনা (ফক্কপাড়া) গ্রামের কৃষক আবু তাহের ও হান্নানের জমির পাকা ধান কেটে দেন তারা। ধান কাটার পর কৃষকের বাড়িতে ধান পৌঁছে দেয়ার কাজটিও করে দেন।
মহেশখালী উপজেলা ছাত্রলীগ নেতা মোহাম্মদ শাহনেওয়াজ জানান, কেন্দ্রীয় ছাত্রলীগ ও কক্সবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মারুফ আদনানের নির্দেশে প্রায় ২০ জন ছাত্রলীগের নেতাকর্মী সারাদিন স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করে কৃষকের পাকা ধান কেটে ঘরে তুলে দিচ্ছেন।
মহেশখালী উপজেলা ছাত্রলীগের এই কর্মকাণ্ডে স্বাগত জানিয়ে কৃষক আবু তাহের বলেন, ছাত্রলীগের এমন মানবিক কাজে আমরা অনেক বেশি খুশি। আল্লাহ ছাত্রলীগের এই মহৎ কর্মকে কবুল করুক।