বিদ্যমান করোনা মহামারী পরিস্থিতিতে কিশোরগঞ্জের ভৈরবে সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজ ছাত্রলীগের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
বুধবার (২১ এপ্রিল) ভৈরব সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজ ছাত্রলীগের সভাপতি সাবিহা মাহাবুব প্রভার নেতৃত্বে স্বাস্থ্য বিধি মেনে ভৈরবের দুর্জয় মোড়সহ বিভিন্ন স্থানে সাধারণ পথচারীদের মাঝে ৪০০ প্যাকেট ইফতারি বিতরণ করা হয়।
সাবিহা মাহাবুব প্রভা বলেন, ‘এই করোনা সংকটে গরীব অসহায় মানুষের পাশে থাকার আহ্বান জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই আহ্বান ও কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় সাধারণ পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছি। আগামীতেও ছাত্রলীগের নেতাকর্মীরা মানুষের পাশে থাকবে।’
এ সময় ভৈরব সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এনা, প্রচার সম্পাদক নাহিদ, সহ -সম্পাদক আরিফাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।