কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
ভূরুঙ্গামারী উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ মাহমুদুল হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আল-মামুন সরকারের সঞ্চালনায় কর্মীসভার উদ্বোধন করেন জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ রাজু আহমেদ। উক্ত কর্মীসভায় প্রধান বক্তা ছিসেবে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শাহজাহান সিরাজ ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ভূরুঙ্গামারী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নূরুন্নবী চৌধুরী খোকন। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ রাকিনুল হক চৌধুরী ছোটন।
এ সময় বক্তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারণ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে আধুনিক উন্নত সমৃদ্ধ সোনার বাংলা গড়ার গর্বিত সারথি হিসেবে অংশগ্রহণ করতে নেতাকর্মীদের নির্দেশনা প্রদান করেন।