করোনায় টানা লকডাউনে কর্মহীন, অস্বচ্ছল, গরীব এবং নিম্ন আয়ের মানুষেরা অসহায় জীবন যাপন করছে। দেশের এই ক্রান্তিলগ্নে তাদের পাশে এসে দাঁড়িয়েছে মুগদা মেডিকেল কলেজ ছাত্রলীগ।
মুগদা মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহ আহমেদ নুসায়ের আর্থিকভাবে সহায়তার পাশাপাশি নিজ উপজেলায় প্রায় অর্ধশত মানুষের কাছে পৌঁছে দিয়েছেন ইফতার সামগ্রী।
এ প্রসঙ্গে শাহ আহমেদ নুসায়ের জানান, ‘কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকের নির্দেশনা বাস্তবায়নে তিনি তার অবস্থান থেকে মানুষের পাশে দাঁড়ানোর এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং সামর্থ্য অনুযায়ী এ কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করবেন।’
উল্লেখ্য, কেন্দ্রীয় ছাত্রলীগের পক্ষ থেকে প্রথম রমজান থেকেই প্রতিদিন অসহায়, দুঃস্থ মানুষদের ইফতার এবং সেহরি বিতরণ কর্মসূচি অব্যাহত রয়েছে।