বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ করেছে ছাত্রলীগ।

শনিবার (৫ জুন) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা তায়েফ রিয়াদের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন। এ সময় তারা মেহগনি, আমলকী ও হরিতকি গাছের চারা রোপণ করেন।

এ সময় তায়েফ রিয়াদ জানান, কেন্দ্রীয় ছাত্রলীগের কর্মসূচির অংশ হিসেবে বিশ্ব পরিবেশ দিবসে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পক্ষ থেকে বৃক্ষরোপণ করা হয়েছে। এ সময় তিনি পরিবেশের ভারসাম্য বজায় রাখতে ও সবুজ বাংলাদেশ গড়তে সকলকে বৃক্ষরোপণের অনুরোধ জানান।