বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ফরিদপুরে জেলা ছাত্রলীগের উদ্যোগে বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়েছে।

শনিবার (৫ জুন) ফরিদপুর শহরে সরকারি রাজেন্দ্র কলেজ ক্যাম্পাসে জেলা ছাত্রলীগের সভাপতি তামজীদুল রশিদ চৌধুরী রিয়ান ও সাধারণ সম্পাদক ফাহিম আহমেদের নেতৃত্বে সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

এ সময় জেলা ছাত্রলীগের সভাপতি তামজীদুল রশিদ চৌধুরী রিয়ান, সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান বিপ্লব, সাধারণ সম্পাদক শাহীন আহমেদ সোহান প্রমুখ উপস্থিত ছিলেন।