বিশ্ব পরিবেশ দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ।
ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের আয়োজনে শনিবার (৫ জুন) এ কর্মসূচির আয়োজন করা হয়। ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম হোসেন ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান হৃদয়ের নেতৃত্বে সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।
কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম হোসেন ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান হৃদয়। পরে ফলজ, বনজ ও ঔষধিসহ নানা প্রজাতির গাছের চারা রোপণ করে ছাত্রলীগের নেতাকর্মীরা।