বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে টঙ্গী সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। এ সময় টঙ্গী সরকারি কলেজ ক্যাম্পাস প্রাঙ্গণে বিভিন্ন জায়গায় গাছ লাগানো হয়। এছাড়া কলেজের সাধারণ ছাত্র-ছাত্রীদের মাঝে গাছ বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন টঙ্গী সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি কাজী মনজুর, মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোঃ হুমায়ুন কবির বাপ্পি, কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মিরাজ, তামীম, অপু, জয়, নিরব, রনি, রাফি প্রমুখ।

এ সময় কলেজ ছাত্রলীগের সভাপতি কাজী মনজুর বলেন, আমরা কলেজ ছাত্রলীগ সবসময় পরিবেশ রক্ষা কাজ করে থাকি। আমরা প্রতিবছর পরিবেশ দিবসে কলেজের ছাত্র-ছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ করি। যার ফলে ছাত্র-ছাত্রীদের মাঝে গাছ লাগানোর প্রতিযোগিতা সৃষ্টি হয়। প্রতিবারের ন্যায় এবারও স্বাস্থ্য বিধি মেনে বৃক্ষরোপণ করা হয়েছে।