বিশ্ব পরিবেশ দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় গাইবান্ধা জেলা ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
শনিবার (৫ জুন) গাইবান্ধা জেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ আসিফ সরকার ও সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসাইন মামুনের নেতৃত্বে জেলা ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দগণ বলেন, সরকার প্রতিবছরের মতো এবারও বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ অভিযান শুরু করেছে। কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা মোতাবেক বিশ্ব পরিবেশ দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জেলা ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। এ উপলক্ষে বনজ, ফলজ ও ঔষধি বৃক্ষরোপণ করা হয়েছে।