চলমান কোভিড-১৯ এর মধ্যে লকডাউন চলাকালীন সময়ে কর্মহীন, দুঃস্থ,শ্রমজীবী ও সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মাঝে পবিত্র রমজান উপলক্ষে সেহরিতে খাবার বিতরণ করেছেন বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ছাত্রলীগ নেতা মোঃ তানিন আহমেদ।

শুক্রবার দিবাগত রাতে বগুড়া পৌর এলাকায় রান্না করা খাবার বিতরণ করা হয়।

এ সময় মোঃ তানিন আহমেদ বলেন, ‘বর্তমান করোনা সংকটে চলমান লকডাউনে অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী হিসেবে তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আজকে পবিত্র রমজান মাসে আমরা কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী কর্মহীন ও শ্রমজীবী মানুষের মধ্যে রান্না করা সেহরির খাবার বিতরণ করেছি। ভবিষ্যতেও এরকম কার্যক্রম অব্যাহত থাকবে।’

এ সময় আরো উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতাঃ নোমান, সৌরভ, আছিফ জুয়েল, তোহা, বিশাল, হানিফ।