চলমান মহামারীতে জনসচেতনতা তৈরী এবং মানুষকে স্বাস্থ্যবিধি মানতে উৎসাহিত করার লক্ষ্যে বগুড়া মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের পক্ষ থেকে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ জুলাই) সকালে হাসপাতালের বহির্বিভাগ এবং মেডিকেল কলেজের ২নং গেটে ৩০০ সাধারণ মানুষের মধ্যে ৫ টি করে মাস্ক এবং একটি করে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়। বগুড়া মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আতিকুর আসিফ ও সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন রনির নেতৃত্বে এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বগুড়া মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক রেজাউল আলম জুয়েল এবং মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ মনিরুজ্জামান আশরাফ বিপুল।

এ সময় বগুড়া মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আতিকুর আসিফ জানান, তাদের এ কার্যক্রম ধারাবাহিকভাবে চলতে থাকবে।