হট লাইনে ফোন দিলেই করোনা আক্রান্তের কাছে বিনামূল্যে অক্সিজেন পৌঁছে দিবে সাতক্ষীরা জেলা ছাত্রলীগ। সাতক্ষীরা জেলা ছাত্রলীগের উদ্যোগে ও বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ শারহান নাসের তন্ময় এর সার্বিক সহযোগিতায় করোনা আক্রান্তদের জন্য ফ্রী ‘শেখ রাসেল অক্সিজেন ব্যাংক’ এর উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৪ জুলাই) বেলা ১১ টায় সাতক্ষীরা শহরের বড়বাজার সড়কস্থ জেলা ছাত্রলীগের কার্যালয়ে শেখ রাসেল ফ্রী অক্সিজেন সেবা কার্যক্রম উদ্বোধন করা হয়।

সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি এস এম আশিকুর রহমান বলেন, জেলা ছাত্রলীগের উদ্যোগে ও বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ শারহান নাসের তন্ময় এর সার্বিক সহযোগিতায় করোনা আক্রান্তদের জন্য ফ্রী ‘শেখ রাসেল অক্সিজেন ব্যাংক’ এর উদ্বোধন করা হয়েছে। হট লাইনে ফোন দিলেই করোনা আক্রান্তের কাছে বিনামূল্যে অক্সিজেন পৌঁছে দেওয়া হবে।

উদ্বোধনকালে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ সুমন হোসেন বলেন, করোনা মহামারীর এই সময়ে জেলার করোনা আক্রান্তদের জন্য এই ফ্রী অক্সিজেন সেবা চালু করা হয়েছে। আমাদের এই শেখ রাসেল অক্সিজেন ব্যাংকের হটলাইন – ০১৭৫৬৫৮১৮৯৯ ও ০১৭৬৫৫৫০৫৫৯ নম্বরে ফোন দিলে করোনা আক্রান্তের কাছে পৌঁছে দেওয়া হবে অক্সিজেন।

এ সময় সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি আজমল হোসেন, সহ- সভাপতি অর্ণব সাঈদসহ জেলা ও উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।