পবিত্র রমজান মাসের ১৬তম দিনেও ইফতার বিতরণ করেছে ফরিদপুর জেলা ছাত্রলীগ।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) ফরিদপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে বৃদ্ধাশ্রমে তারা ইফতার বিতরণ করেন।

ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান বলেন, ‘আমরা বাংলাদেশ ছাত্রলীগ ফরিদপুর জেলা শাখা সব সময় সমাজের গরীব ও অসহায় মানুষের পাশে থাকবো, আমাদের মূল লক্ষ্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা।’

এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান, সাধারণ সম্পাদক ফাহিম আহম্মেদ, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক অমিত বিশ্বাস অর্ক, হানিফ শেখ, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাব্বি, ফরিদপুর শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমামুল মিয়া আজম, ফরিদপুর সদর উপজেলা ছাত্রলীগ সভাপতি আশিকুর রহমান বিপ্লব।

জেলা ছাত্রলীগের বিভিন্ন জায়গায় ইফতার বিতরণ এই কর্মসূচি পবিত্র রমজান মাসব্যাপী চলমান থাকবে বলে তিনি উল্লেখ করেন।